আজকের শিরোনাম :

‘উপজেলা নির্বাচন ঘিরে অরাজকতা বরদাশত করব না’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ২১:৫৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে আমাদের নির্দেশনা স্পষ্ট। আমরা আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোথাও কোনো অরাজকতা বরদাশত করব না।’

আজ শুক্রবার কুমিল্লা পুলিশ লাইনসে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘আমাদের সকল পুলিশ সুপারকে আমরা এ বার্তা পৌঁছে দিয়েছি। আমরা সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয় সেজন্য যথাযথ নির্দেশনা সব অফিসারকে দেওয়া হয়েছে।’

আইজিপি আরো বলেন, ‘আমাদের নির্দেশনা স্পষ্ট। আমরা আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সব পুলিশ সুপার মহোদয়কে করণীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা আমাদের পুলিশ অফিসারদেরও পালন করতে হয়।’ 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক ও কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কুমিল্লায় জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ