আজকের শিরোনাম :

হাইকোর্টে ১৮ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১৯:৩৫ | আপডেট : ৩০ মে ২০১৮, ২০:১২

ঢাকা, ৩০ মে, এবিনিউজ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ