আজকের শিরোনাম :

শ্যামলীতে ‘বন্দুকযুদ্ধে’ চোরাকারবারি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৫ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪

রাজধানীর শ্যামলীতে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের গুলিতে মেহেদী হাসান (৩২) নামে ‘শীর্ষ মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন। এ সময় তার কাছে পাওয়া গেছে রিভলবার ও ৩০০ গ্রাম হেরোইন।

আজ বুধবার ভোর ৬টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দীন ফারুক বলেন, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসে করে ঢাকায় নামে মেহেদীসহ কয়েকজন চোরাকারবারি। তারা বাস থেকে নামার পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে প্রধান সড়কে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। মেহেদী সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় বাকি ৩ জন দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নিহত মেহেদীর কাছে গুলি ভর্তি একটি রিভলবার এবং ৩০০ গ্রাম হেরোইন পেয়েছেন তারা। মেহেদীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এ অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। 

মেহেদীর বিরুদ্ধে মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ