আজকের শিরোনাম :

বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালক ও বিজিবির ৫০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে বলা হয়েছে, দেশের সীমান্ত রক্ষা ও সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি। তাদের অর্পিত সেই দায়িত্ব রেখে সম্পূর্ণ বেইআইনী ভাবে তারা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ