আজকের শিরোনাম :

বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া কেন অবৈধ নয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

দায়িত্ব পালনের সময় সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এস আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আইনজীবী আব্দুস ছাত্তার পালোয়ান ওই রিট আবেদন করেন।

এসময় চিকিৎসা নীতিমালা গঠন করতে স্বাধীন বিশেষজ্ঞ মেডিকেল কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এছাড়া চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না বলেও মন্তব্য করেছেন আদালত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ