আজকের শিরোনাম :

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে দায় মুক্তি দিলো দুদক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০৭

পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের ঘটনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দায় মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে সৈয়দ আবুল হোসেনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। দুদক সচিব ড. শামসুল আরেফিন ওই চিঠিতে সই করেন।

২০১২ সালে পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়ায় ঘুষ, দুর্নীতির অভিযোগ তোলে দাতা সংস্থা বিশ্বব্যাংক। পরে দুর্নীতি সংক্রান্ত ওই অভিযোগের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানের সময় বিশ্বব্যাংকের করা অভিযোগটিও দুদক হাতে পেয়েছিল বলে সে সময় দুদক সূত্র থেকে জানা গিয়েছিল।

অনুসন্ধান শেষে সৈয়দ আবুল হোসেন, আবুল হাসানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তও করা হয়। পরে তদন্ত শেষে মামলাটি নথিভুক্তিসহ চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয় ২০১৪ সালে। এর প্রায় ছয় বছর পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) সৈয়দ আবুল হোসেনকে দুর্নীতির অভিযাগ থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রীপরিষদ সচিবকে চিঠি দেয় দুদক। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ