আজকের শিরোনাম :

৩দিনের রিমান্ডে প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানো ৫জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ২০:৩০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:০৩

প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে গুজব-প্রতারণা ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শুক্রবার তাদের ঢাকা চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।  এসময় সাভার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারীর কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  আদালতের কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মগবাজার, মোহাম্মদপুর, সাভার, ডেমরা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. ওমর ফারুক (৩০), মো. সাব্বির হোসেন (২৪), মো. আল আমিন (২৭), মো. আমিনুল ইসলাম আমিন (২৫) এবং মো. মনির হোসেন (২৯)।

র‌্যাব সদরদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, গুজব সৃষ্টি, উসকানিমূলক প্রচার চালিয়ে আসছিল তারা।

এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে তাদের ব্যক্তিগত ভিন্ন ভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ