আজকের শিরোনাম :

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১০:৪৪

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)। তারা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে ‘বিপুল পরিমাণ মাদক’ নিয়ে মাদক চোরাকারবারিদের একটি দল লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে খবর পেয়ে ‘সন্দেহজনক’ একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি সিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর মাদক ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা পেয়েছে। 

নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ