আজকের শিরোনাম :

সিটিসেলকে ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১৫:১৩ | আপডেট : ২২ মে ২০১৮, ১৫:২৪

ঢাকা, ২২ মে, এবিনিউজ : বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। সিটিসেলের এক আবেদনের চূড়ান্ত নিস্পত্তি করে এ আদেশ দেন সর্বোচ্চ আদালত।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

এ বিষয়ে সিটিসেলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশে সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ  দেন আপিল বিভাগ। ১৯ নভেম্বরের মধ্যে এ ১০০ কোটি পরিশোধ করতে বলা হয়।

এর পর গত ৫ মার্চ বকেয়া পরিশোধে সিটিসেলকে এক মাস সময় দিয়েছিলেন আদালত। কিন্তু বেঁধে দেওয়া সেই সময় অতিবাহিত হলে সিটিসেল আবারও সময় চেয়ে আবেদন করে। কিন্তু আপিল বিভাগ সে আবেদন খারিজ করে ওই রায় দেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ