আজকের শিরোনাম :

বাজার তদারকি অভিযানে ৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৮, ১৯:২৪

ঢাকা, ২০ মে, এবিনিউজ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আজ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার আজ রবিবার জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এটা আমাদের নিয়মিত অভিযান হলেও পবিত্র রমযান উপলক্ষে গুরুত্বসহকারে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ১১ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, রাজশাহী, সিলেট, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, গোপালগঞ্জ, খুলনা ও ময়মনসিংহে এ অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে রাজধানীর কদমতলী এলাকায় কহিনুর ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, গ্রামীণ চাইনিজ রেস্টুরেন্টকে দশ হাজার টাকা ও সয়াসদী চাইনিজ রেস্টুরেস্টকে দশ হাজার ঠাকা জরিমানা করা হয়।

এছাড়া ধনিয়া এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই গোস্তের দোকান ও শহীদুলের গোস্তের দোকানকে যথাক্রমে চার হাজার ও তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

দারুস সালাম এলাকায় পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে হক ফুড এন্ড বেভারেজকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দেশব্যাপী আটটি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩২টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি অভিযানে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ