আজকের শিরোনাম :

গণস্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ২১:৫২

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ ও ফল চুরির অভিযোগ এনে মামলা দায়েরের পর এবার তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্যকেন্দ্রের মালিকানাধীন পিএইচএ ভবনটি দখলের চেষ্টা করেছে কটন টেক্সটাইল ক্রাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

গণস্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে দখলের চেষ্টাকারীরা পিএইচএ ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। পরে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গণস্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি।

গণস্বাস্থ্যকেন্দ্রের অভ্যন্তরে ঢুকে নিজেদের জায়গা দাবি করে গাছ কাটতে শুরু করে কটন টেক্সটাইল ক্রাফট লিমিটেডের কর্তৃপক্ষ। গাছ কাটতে বাধা দিতে গেলে দখলকারীদের হামলায় আহত হয় র্যাবের গুলিতে পা হারানো সেই লিমন হোসেন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ