আজকের শিরোনাম :

অপচেষ্টা করতে চাইলে সহ্য করা হবে না: ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১৯:২৬

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির কোনো সুযোগ নেই।’ কেউ কোনো অপচেষ্টা করতে চাইলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।

ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জননিরাপত্তা, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই।’

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘কোনো অপচেষ্টা যদি কেউ করে, তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। তার পরিচিতি তার অবস্থা নির্বিশেষে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনো অবস্থাতেই জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।’

ট্রাফিক নিয়ন্ত্রণে জনবলের সংকট থাকলেও ট্রাফিক বিশৃঙ্খলার জন্য তিনি জনগণের আইন না মানার প্রবণতাকে প্রধানত দায়ী করেন। বিশেষ করে পেশাজীবী নেতাদের প্রতি ট্রাফিক আইন মানার ব্যাপারে আলাদাভাবে অনুরোধ জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার আরো জানান, জননিরাপত্তা রক্ষায় তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ