আজকের শিরোনাম :

ঘুষখোরদের খুশি হওয়ার কারণ নেই : দুদক চেয়ারম্যান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১৯:২১

ফৌজদারি মামলায় অভিযোগপত্র গ্রহণের আগে সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের অনুমতি নেওয়ার বিধান রেখে গতকাল বুধবার পাস হওয়া সরকারি চাকরি বিল, ২০১৮ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের পথে কোনো বাধা হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

গতকাল জাতীয় সংসদে পাস হওয়া নতুন এ আইন প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের ক্ষমতা খর্ব করার জন্যে এ আইন নয়। এ আইনে আমাদের অ্যাকশন বাধিত (ব্যাহত) হবে না। দুর্নীতিবাজ বা ঘুষখোর বা যারা নিয়ম লঙ্ঘন করে, আমরা যারা নিয়ম লঙ্ঘন করে কাজ করতে চাই, তাদের উচ্ছ্বসিত বা খুশি হওয়ার কোনো কারণ নাই।’

দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টা হচ্ছে- গ্রেপ্তার... আইও (তদন্ত কর্মকর্তা) যদি মনে করে যে গ্রেপ্তার করতে হবে, বা পালানোর সম্ভাবনা, অনেক কিছুই... সেক্ষেত্রে গ্রেপ্তার করবে, কোনো অসুবিধা নেই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ