আজকের শিরোনাম :

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপির) গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানিয়েছেন, কারাগারে বন্দি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের মুক্তি দাবি ও নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় হেফাজত নেতা রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

হাফিজ আক্তার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় হেফাজতের যেসব নেতা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দাবিতে বিভিন্ন বক্তব্য দিতেন রিজওয়ান রফিকী। এছাড়া মাঠ পর্যায়ে উস্কানি দিতেন। বন্দি নেতাদের প্রভাবিত করতে তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বায়তুল মোকাররমের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাশকতায় মামলার আসামি রিজওয়ান রফিকীকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ