আজকের শিরোনাম :

শরীয়তপুরে প্রধান শিক্ষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৩

শরীয়তপুরের পালং থানার চিকন্দী আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চান মিয়া খান, নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাদবর ও জুলহাস মাদবর।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল হালিম মোল্লা, ফারুক খান, আজিজুর মাদবর, জলিল মাদবর, আজাহার মাদবর, লাল মিয়া মীর, মিজান মীর, এমদাদ মাদবর ও আকতার গাজী।

এদিকে আরও ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- আজিবর বালি, খোকন বেপারী, সোহরাব মোল্লা, আজাহার মোল্লা ও আব্দুল খন্দকার।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১০ সালে আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার সন্তোষপুরের বাসিন্দা ও চিকন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ অভিযোগপত্র দাখিল করেন।

এর পর ২০১৬ সালের ২০ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ বিভিন্ন সময়ে ১৪ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ