আজকের শিরোনাম :

'এস কে সিনহার বই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছে'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা বইয়ে অন্য বিচারকদের নিয়ে যেসব কথা বলেছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার (২৫ সেপ্টম্বরে) দুপুরে হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'চিকিৎসা সক্রান্ত ব্যাপারে যে প্রতিক্রিয়াটি ছিলো সেটা আদালত ছুটির পর অথাৎ পহেলা অক্টোবর ধার্য করেছেন শুনানির জন্য। ইতিমধ্যে খালেদা জিয়াকে সর্বোত্তম রকমের চিকিৎসা প্রদানের জন্য তারা ব্যবস্থা নিয়েছে। ৫ জন প্রফেসর তাকে দেখেছেন। আরো টেস্টের প্রয়োজন হলে তাও করা হবে। কিন্তু একজন দণ্ডপ্রাপ্ত হোক আর বিচারাধীন হোক ব্যক্তিকে কোনোমতে প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব না।'

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন, 'এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে বলে মনে হয় না যে প্রধান বিচারপতির সঙ্গে তার পুরো সহকর্মীরা বসতে অস্বীকৃতি জানিয়েছে।'


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ