আজকের শিরোনাম :

‘২১ আগষ্টের রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা দমন করা হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪

১০ অক্টোবর ২১ আগষ্টের রায়কে কেন্দ্র করে কোনো ধরণের নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্রাইম রিপোটার্স এসোসিশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এছাড়া আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরণের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘আদালত যে রায় দিক সেটাই মেনে নিতে হবে। তারপরেও যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, জনগণের যান-মাল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংসের চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য আইনের আওতায় নিয়ে আসার মতো সব প্রস্তুতি এবং মনোবল আমাদের রয়েছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ