আজকের শিরোনাম :

শাহজালালে ২ কোটি টাকার সিগারেট ও ওষুধ জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ওষুধ জব্দ  করেছে শুল্ক গোয়েন্দা।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে দুই লাখ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট, ২৫ হাজার ৫৩৯ পিস ওষুধ, রঙ ফর্সাকারী ক্রিম ও থ্রিপিস।

আজ শনিবার (২২ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানান।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা জি৯ ৫১৩ ফ্লাইটটি শুক্রবার দিনগত রাত ৪টা সময় অবতরণ করে। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এক সময়ে শারজাহ ফ্লাইটের জন্য নির্ধারিত ৬নং ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত ৬ যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের না হয়ে হাজিদের বের হওয়ার জন্য নির্ধারিত গেটের দিকে দ্রুত রওনা দিলে শুল্ক গোয়েন্দা দল তাদের চ্যালেঞ্জ করে। এর পর তাদের কাছে থাকা লাগেজগুলো স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেট ও ওষুধের অস্তিত্ব পাওয়া যায়। পরে কাস্টমস হলে ভোর ৫টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে আমদানি নিষিদ্ধ  দুই লাখ শলাকা বিদেশি সিগারেট এবং আমদানি নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয়। 
জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ