আজকের শিরোনাম :

সুস্থ না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া আদালতে যাবেন না: সানাউল্লাহ মিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই আইনজীবী। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

ঘণ্টাখানেক পর কারাগার থেকে বেরিয়ে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। আগে তার সুস্থতা দরকার। তার শরীর তাকে আদালতে আসতে সম্মতি দিচ্ছে না।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। উনি বলেছেন, প্রথমে দরকার চিকিৎসা। আমি অসুস্থ। হাসপাতালে রেখে আমার চিকিৎসা করতে হবে।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের তারিখ। এদিন খালেদা জিয়া কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে হাজির হবেন কি-না এ প্রসঙ্গে সানাউল্লাহ মিয়া বলেন, ‘চলতি মাসের ৫ তারিখেই উনি আদালতে বলে এসেছেন তার শরীর খারাপ, উনি হাটতে পারে না, পায়ে ব্যথা, আঙ্গুল বাঁকা হয়ে যাচ্ছে, নিজের হাতে ভাতও খেতে পারেন না। এখন উনি শারীরিক সুস্থতা ছাড়া আর কিছুই ভাবছেন না।’

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘উনি (খালেদা জিয়া) খুবই অসুস্থ। উনি আবারও বাথরুমে পড়ে গিয়েছিলেন। তার সহযোগী তাকে উদ্ধার করেছে। তার শরীর তাকে আদালতে আসার সম্মতি দিচ্ছে না। সুস্থ না হয়ে তিনি কিভাবে আদালতে আসবেন? উনি তার শরীর নিয়ে চিন্তিত। উনার দাবি হাসপাতালে রেখে উনার চিকিৎসা করা হোক।’

মাসুদ আহমেদ বলেন, ‘সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়া জিজ্ঞেস করেন, ‘আমাকে হাসপাতালে নেয়া হচ্ছে না কেন? আমার শারীরিক অবস্থা ভালো না। আমার এখন হাসপাতালে রেখে চিকিৎসা করানো দরকার। আগে আমার সুস্থতা দরকার।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরান কারাগারে বন্দী রয়েছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ