আজকের শিরোনাম :

বিধিনিষেধের নীতিমালা ভঙ্গে আটক ৪ শতাধিক, অর্থদণ্ড ৪ লাখ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১৭:১৪

সারাদেশে কঠোর বিধিনিষেধের প্রথম দুই দিনে নীতিমালা ভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। সেই সাথে ৪ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার (৩ জুলাই) সকালে রাজধানীর রাসেল স্কয়ারে র‌্যাব-২ -এর চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, কঠোর বিধিনিষেধেও যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছে, তাদেরকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনুপ্রাণিত করছে র‌্যাব। তারপরও যারা নীতিমালা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পরিচালক। এসময় নিজ নিজ পরিবারের কথা বিবেচনা করে সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান জানান তিনি।

এদিকে দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। তবে, পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ