আজকের শিরোনাম :

২১ আগস্ট গ্রেনেডর হামলা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের আবেদন রাষ্ট্রপক্ষের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের জামিন বাতিলেরও আবেদন করেছেন তারা। মঙ্গলবার (সেপ্টেম্বর) ১১৮ কার্যদিবসের শুনানি শেষে আদালতে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

আগামীকাল শুনানির মধ্যদিয়ে এ মামলার বিচারকাজ শেষ হবে বলে আশা করছেন আইনজীবীরা।

২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়। তদন্তকে ভিন্নখাতে নিতে জজ মিয়া নাটক,আসামিদের উচ্চ আদালতে দৌড়ঝাঁপের কারণে কেটে গেছে ১৪ বছর। বর্তমানে এ মামলার বিচারকাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার ১১৮ কার্যদিবস শুনানি শেষে মামলার প্রধান আসামি তারেক রহমান,বাবর,আব্দুস সালাম পিন্টুসহ ৪৯ আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন,গ্রেনেড হামলা,আসামিদের পালিয়ে যাওয়া,আলামত নষ্টসহ সব প্রক্রিয়ায় হয়েছে তারেক রহমানের পরিকল্পনায়।

এদিন আলোচিত এ মামলায় জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিল চেয়ে মৌখিক আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বুধবার পাবলকিক প্রসিকিউটরে যুক্তিতর্ক উপস্থাপন এবং আসামিপক্ষের পাল্টা যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ