আজকের শিরোনাম :

নারায়ণগঞ্জে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৯

নারায়ণগঞ্জে পৃথক বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইব্রাহিম নামের এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

আজ মঙ্গলবার ভোরে বন্দরের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিমের বাড়ি রূপগঞ্জ এলাকায়।

পুলিশ জানায়, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে পড়ে ইব্রাহিমের নিহত হয়। এ সময় আহত হন এসআই সাইয়াদুল, এএসআই ইলিয়াছ খান। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।

এদিকে রূপগঞ্জে ডাকাতির মালামাল ভাগাভাগির দ্বন্দের জেরে ডাকাতদের বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে রাজা নামের এক ডাকাত নিহত হয়েছে। ভোরে উপজেলার পূর্বাচল ৮নং সেক্টরে এ ঘটনা ঘটে। রাজা ঢাকার গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ভোরে গুলির শব্দে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত রাজার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ডাকাতির মালামাল নিয়ে দ্বন্দ্বেই তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ