আজকের শিরোনাম :

ফের শাহজালালে ১৩৫ কেজি এনপিএসের চালান জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়েছে নতুন মাদক ‘এনপিএস’ এর চালান। 

রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে ১৩৫ কেজি এনপিএসের এ চালান আসে।

জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের দেয়া তথ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) আটটি কার্টনে আসা ওই এনপিএসের চালান জব্দ করে ঢাকা কাস্টম হাউস। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউনের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

জানা গেছে, ইথিওপিয়া থেকে এনপিএস বা খাত এর চালানটি ভারত হয়ে জেট এয়ারওয়েজ হয়ে রবিবার দুপুর ২টায় শাহজালালে আসে। পরে তা ‘ফরেইন পোস্ট অফিসে’ নেয়া হয়। এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে তা আজ জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।

এর আগে গত ৩১ আগস্ট প্রথম এর অস্তিত্ব মেলে। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মাদ ইউসুফ নামে এক ব্যক্তি ঢাকায় এনপিএসের একটি চালান পাঠান। এ দেশে নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি পাঠানো হয়। চালানটি কয়েক দিন আগে ইথিওপিয়া থেকে কয়েকটি দেশ ঘুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ