আজকের শিরোনাম :

শিশু আকিফার মৃত্যু : বাসমালিক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩

কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু আকিফা খাতুনের মৃত্যুর ঘটনায় বাসের মালিক ইউনুস মাস্টারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান বলেন, ইউনুস ওই মামলার তিন নম্বর আসামি। গোপনে তথ্যে অভিযান চালিয়ে ইউনুসকে আটক করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে আকিফাকে কোলে নিয়ে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তার মা রিনা খাতুন। এ সময় পেছন থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত হয় আকিফা। এর দুই দিন পর ৩০ তারিখ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আকিফার বাবা হারুনর রশিদ বৃহস্পতিবার রাতে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক ইউনুস মাস্টার, চালক খোকন মিয়া ও তার সহকারী জয়নালকে আসামি করে একটি মামলা করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ