আজকের শিরোনাম :

চিকিৎসক-ম্যাজিস্ট্রেট-পুলিশের বাগবিতন্ডায় পাল্টাপাল্টি বিবৃতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ২২:০২

নারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাগবিতন্ডার জেরে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ ডাক্তারদের বিভিন্ন সংগঠন।

গতকাল রবিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাগবিতন্ডার জেরে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ ডাক্তারদের বিভিন্ন সংগঠন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, অযাচিতভাবে হেনস্তার স্বীকার হয়েছেন ডা. সাঈদা শওকত জেনি। এই ঘটনাকে ন্যক্কারজনক বলেও অভিহিত করেছে সংগঠনটি। তাদের দাবি, হেনস্তার ভিডিওটি খণ্ডিত আকারে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।

এদিকে, কর্তব্যরত অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কোনও সচেতন নাগরিকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

এর আগে, হয়রানির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ-এফডিএসআর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ