আজকের শিরোনাম :

টাঙ্গাইলে বাসে গণধর্ষণের ঘটনায় সুপারভাইজার রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬

টাঙ্গাইলে বাসে মানসিক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার বাসের সুপারভাইজার এরশাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সোমবার দুপুরে গ্রেফতার এরশাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন।

গত শুক্রবার গ্রেফতার বাসের হেলপার আদালতে ১৬৪ ধায়রা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, বাসচালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদ প্রতিবন্ধী নারীকে বাসের ভেতরে ধর্ষণ করেন।

এদিকে বাসের চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব প্রান্তে টহলরত পুলিশের একটি দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ