আজকের শিরোনাম :

পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : আইজিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১৮:২৫ | আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৮:৩২

পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত একটি সুসংহত পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ হচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পুলিশেরও উন্নয়ন ঘটানো প্রয়োজন, যা এক বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ নিয়েছি, যাতে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি।’

আইজিপি আরও বলেন, ‘প্রশিক্ষণের পুরাতন কাঠামো বাদ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। বেসিক ট্রেনিং পাঠ্যক্রম আধুনিকায়ন করা হয়েছে। সে অনুযায়ী পুলিশের প্রত্যেক স্তরের কর্মকর্তা-সদস্যদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ স্টাফ কলেজ এক্ষেত্রে থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে। আশা করছি আগামী দু বছর পর জনগণ এর ফল পাবে।’

পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মো. নাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মশিউর রহমান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ