আজকের শিরোনাম :

দুদকের মামলায় সিআইডির এসআই নওয়াব আলীর স্ত্রীর আত্মসমর্পণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১৭:০২

চট্টগ্রামে দুদকের মামলায় সিআইডির এসআই নওয়াব আলীর স্ত্রী ও মহিলাদলের সংগঠনের সভাপতি গুলজার বেগমের আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে, মহানগর দায়রা জজ আদলতের বিচারক শেখ আসফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৬ই এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আসামি নওয়াব আলী বর্তমানে ঢাকা সিআইডিতে এসআই হিসেবে কর্মরত রয়েছেন। 

১ কোটি ৩৮ লাখ টাকা জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ আয়ের অভিযোগে ২০১৯ সালের ৯ই অক্টোবর দুদকের উপ-পরিচালক আলী আকবর মামলাটি করেন। এছাড়া, দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য আয়কর নথিতে সংযুক্তির অভিযোগে কর অঞ্চলের সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহাউদ্দিন ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ