আজকের শিরোনাম :

আইসিবি'র সাবেক উপ-মহাব্যবস্থাপক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ২০:০৭

শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভস্টেমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবি'র সাবেক উপ মহাব্যবস্থাপক টিপু সুলতান ফরাজীসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলেন- আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ এহিয়া মণ্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সামাদ। 

এর আগে, বৃহস্পতিবার সকালে টিপু সুলতানসহ ৬ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় উল্লেখ করা হয়, ২০০৯, ২০১০ ও ২০১১ সালে এই অর্থ লোপাটের ঘটনা ঘটে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ