আজকের শিরোনাম :

শহিদুল আলমের হাইকোর্টে জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১২:৩২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন শুনানির জন্য আগামী সপ্তাহ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার সারা হোসেন। 

আদালত বলেন, শহিদুল আলমের বিষয়ে আমরা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ডিভিশনগুলো দেখি, এর পর আগামী সপ্তাহে শুনানি করা যাবে। এ সময় ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া উপস্থিত ছিলেন। এর আগে গতকাল হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।  গত ৫ আগস্ট রাতে ধানম-ির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ