পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৮

পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে পাঁচ দিনের রিমান্ড শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান কার্যালয়ে তাকে পাঁচঘণ্টা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

আলোচিত পি কে হালদারকে অর্থ আত্মসাতে সহযোগিতার ঘটনায় গত ২৪ জানুয়ারি উজ্জ্বল কুমার নন্দীকে গ্রেপ্তার করে দুদক। তার বিরুদ্ধে পি কে হালদারের সাথে যোগসাজশ করে ভুয়া প্রতিষ্ঠানের বিপরীতে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৭০ কোটি ৮১ লাখ টাকা ঋণের নামে আত্মসাতের তথ্য পায় দুদক। এরপর তার বিরুদ্ধে মামলাও করে সংস্থাটি। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ