আজকের শিরোনাম :

পিপলস লিজিংয়ের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১৭:০০ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৭:৫১

পিকে হালদার কাণ্ডে সংশ্লিষ্টতায় পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

আজ রোববার (২৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। এর পর তাদের রমনা মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে আদালতে তোলা হবে। 

পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অংকের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন। এর আগে বৃহস্পতিবার পি কে হালদারের সহযোগী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধাকে গ্রেপ্তার করে দুদক। গ্রেপ্তারের পর তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

এছাড়া গেল ১৩ই জানুয়ারি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে সংস্থাটি।  ওই তিনজন এখন কারাগারে রয়েছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ