অবৈধ সম্পদের খোঁজে ডিএজি রূপাকে দুদকের জিজ্ঞাসাবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ১৬:৫২

জি কে শামীমসহ বিভিন্ন আসামিদের জামিন পেতে সহায়তা, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার দুপুর দুইটায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

গত ৪ নভেম্বর জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও অসুস্থতার কারণ জানিয়ে তিনি জিজ্ঞাসাবাদে অনুপস্থিত ছিলেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা দুদকের তলবি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এরপর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন প্রত্যাখ্যান করে দুদকের নোটিশ বহাল রাখে।

হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে জিজ্ঞাসাবাদ বা কমিশনের কার্যালয়ে হাজিরা দেওয়ার নোটিশ জারি করতে পারে দুদক। রূপাকে ২৭ জানুয়ারির মধ্যে দুদকে হাজির হতেও নির্দেশ দেয় হাইকোর্ট। এমন নির্দেশনার পর অবশেষে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে আসেন রূপা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ