আজকের শিরোনাম :

ঝিনাইদহে কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১৫:২৫

ঝিনাইদহ, ১৯ আগস্ট, এবিনিউজ : ঝিনাইদহে সাত বছর আগে এক কলেজছাত্রকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।

এ ছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় জাকির হোসেন নামে একজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আজ রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন জেলার সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন, আবদুল মমিন বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও শিকারপুর গ্রামের আবদুল মতলেব মুন্সীর ছেলে মনিরুল ইসলাম মুকুল।

আসামিদের মধ্যে নাসিম বিশ্বাস পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।    

মামলার বিবরণে বলা হয়, ঝিনাইদহ শহরের লাউদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কলেজ ছাত্র ইমরান ২০১১ সালের ২১ অক্টোবর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ওই রাতে সে আর ফেরেনি। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমরানের বাবা অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ