আজকের শিরোনাম :

ডিএজি রুপার রিট খারিজ, সম্পদের হিসাব দিতে যেতে হবে দুদকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:১২

সম্পদের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপাকে দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দুদকে নোটিশের জবাব দিতে যেতেই হচ্ছে রুপাকে।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ৩রা নভেম্বর রুপাকে এক মাসের সময় দিয়েছিলো হাইকোর্ট। গেলো ১লা নভেম্বর ডিএজি রুপার সম্পদের হিসেব চেয়ে দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। গত ২৯শে অক্টোবর রুপার সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় দুদক। ওই নোটিশে ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। 

নোটিশে ডিএজি রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জিকে শামীমসহ বিভিন্ন আসামীর সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়। এ নোটিশ চ্যালেঞ্জ করে গত পহেলা নভেম্বর হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন ডিএজি রুপা। এ রিট আবেদনে হাইকোর্ট গত ৩ নভেম্বর এক আদেশে রুপাকে একমাস সময় দেন। এই সময় শেষ হয়েছে আজ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ