আজকের শিরোনাম :

আউয়াল দম্পতির জামিনের মেয়াদ বাড়লো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১৬:৫১

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা তিনটি মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের সময় বৃদ্ধির আবেদন করেন আউয়াল দম্পতি। পরে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাহিদ নাসরিণ তাদের জামিন আদেশ বহাল রেখে জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। এ নিয়ে তৃতীয়বারের মত আউয়াল দম্পতির জামিনের সময় বৃদ্ধি করা হয়েছে।

দুদকের দায়ের করা তিনটি মামলায় এ বছরের ৩ মার্চ আউয়াল দম্পতি পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এরপর ওই দিন বিকেলেই বিচারক আব্দুল মান্নানকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়। এরপর ভারপ্রাপ্ত বিচারক বিকেলে আউয়াল দম্পতিকে দুই মাসের জামিন আবেদন মঞ্জুর করলে এ নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে।
 
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি জমি দখল করে ভবন তুলে ভূয়া কাগজপত্রের মাধ্যমে পল্লী বিদ্যুত অফিসের কাছে ভাড়া দেওয়া, নেছারাবাদ উপজেলায় সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করা এবং পিরোজপুর শহরে অবৈধভাবে একটি পুকুর দখল করার অভিযোগে আউয়ালের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর পৃথক তিনটি মামলা দায়ের করেন দুদক। যার একটিতে তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকেও আসামি করা হয়।
 
২০০৮ সালে প্রথমবার এবং ২০১৪ সালে দ্বিতীয়বার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ