আজকের শিরোনাম :

‘তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১৮:০৩

ঢাকা, ০৯ আগস্ট, এবিনিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে সফররত কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, এক যুদ্ধাপরাধীর মামলার বিষয়ে গোপন বৈঠকের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে যুদ্ধাপরাধের সব মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

এ সময় আনিসুল হক বলেন, ‘কমনওয়েলথকে শক্তিশালী করার সময় এসেছে। আমরা যদি এখনই শক্তিশালী না করি কমনওয়েলথের আসল অর্থ হারিয়ে যাবে। আজ ৫৩টা দেশ একসঙ্গে মিলে কথা বললে পৃথিবীর যে অবস্থা সেখানে আমরা শক্তভাবে অবস্থান নিতে পারবো।’

এছাড়া তুরিন আফরোজের বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত চলাকালীন অবস্থায় আমি যদি কোনো কথা বলি, তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। সে কারণে আমি এখন কোনো কথা বলবো না। আমার মনে হয় তদন্ত শেষ হতে আর বেশি দিন লাগবে না।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ