আজকের শিরোনাম :

শহিদুল আলমের চিকিৎসা দিতে আদেশের বিরুদ্ধে শুনানি মুলতবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১৩:৫২ | আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৭:০০

ঢাকা, ০৯ আগস্ট, এবিনিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ড. শহিদুল আলমকে চিকিৎসা দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

গত ৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা শহিদুল আলমকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট।

আদেশে সংশ্লিষ্ট চিকিৎসকদের আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুল আলমের শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত।

সেই আদেশ অনুযায়ী আজ চিকিৎসকদের প্রতিবেদন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। আজ এ বেঞ্চেই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত রবিবার রাতে ধানমণ্ডির ৯/এ সড়কের বাসা থেকে শহিদুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরের দিন সোমবার বিকালে শহিদুল আলমকে আদালতে হাজির করে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ