আজকের শিরোনাম :

‘গুজব’ ছড়ানোর অভিযোগে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ১৮:৫১

ঢাকা, ০৮ আগস্ট, এবিনিউজ : ফেইসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,  গতকাল মঙ্গলবার রাতে ধানমণ্ডির আবাহনী মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- আখতারুজ্জামান টনি (২২), আসাদুল্লাহ আল গালিব (২২) ও মো. মুনীম সরকার (২৩)। তারা সবাই ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য বলে পুলিশ কর্মকর্তা রবিউলের ভাষ্য। 

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিল।”

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের ওই আন্দোলনের মধ্যে বাসভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর মধ্যে গত শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনকারীদের কয়েকজনকে আটকে রাখার গুজব ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় উত্তেজনা।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ