আজকের শিরোনাম :

আমিরের মৃত্যুতে কুয়েতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহর (৯১) ইন্তেকালে দেশটিতে ৪০ দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

আমিরের মৃত্যুতে কুয়েত সরকার ২৯ সেপ্টেম্বর থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি তিন দিনের জন্য সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন তিনি।

শেখ সাবাহ প্রায় অর্ধশত বছর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয় শেখ সাবাহকে।

তার মৃত্যুতে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান গভীব শোক প্রকাশ করেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ