আজকের শিরোনাম :

‘গুলি করে মারবেন না’- প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় আত্মসমর্পণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭

কাঠখোট্টা চেহারা। এক গাল পাকা দাড়ি। থানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সে। তার গলায় ঝুলছে একটি বোর্ড। সেখানে লেখা, ‘আমি ভুল কাজ করেছি। সম্ভল পুলিশের ভয়ে ভীত। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আত্মসমর্পণও করছি। দয়া করে আমাকে গুলি করে করবেন না।’

রবিবার ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের নাখাসা থানায় এ ঘটনা ঘটে। নাঈম নামের ওই ব্যক্তি এ ভাবেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। ঘটনার ছবি নিজেদের টুইটারে শেয়ার করেছে সম্ভল পুলিশ।

 

নাকাসা থানার স্টেশন হাউস অফিসার ধর্মপাল সিংহ জানিয়েছেন, নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। কিন্তু এনকাউন্টারের ভয়ে সে এ দিন নিজেই আত্মসমর্পণ করল। 

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ৬ হাজারেরও বেশি এনকাউন্টার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এতে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১২৫ জনের।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ