আজকের শিরোনাম :

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ১০:১৩

ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : আফগানিস্তানে একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৯ জনে। প্রাথমিকভাবে ২৫ জন নিহতের কথা বলা হয়। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির পাকটিয়া প্রদেশে এ হামলা চালানো হয়।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গার্দেজ শহরের খাওয়াজা হাসান মসজিদে চালানো ওই আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকটিয়ার পুলিশপ্রধান মানদোজাই বলছেন, দুজন বোরকা-পরিহিত লোক মসজিদে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এ সময় সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে এক হামলাকারী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। পরে রক্ষীদের গুলিতে অপর হামলাকারী নিহত হয়।

গার্দেজ শহরের একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে অন্তত ৫০ জন বয়স্ক ও ২০টি শিশু আহতাবস্থায় ভর্তি হয়েছে।

শুক্রবার হামলা হলেও এ পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে এর আগে দেশটির শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএস মনে করে, শিয়া সম্প্রদায়ের লোকেরা ধর্মত্যাগী বা মুরতাদ।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, চলতি বছরের প্রথম ৬ মাসে আফগানিস্তানে বিভিন্ন হামলায় ১ হাজার ৬৯২ জন নিহত এবং ৩ হাজার ৪৩০ জন আহত হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ