আজকের শিরোনাম :

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৯

ব্রাজিলে সুখবর নেই করোনা পরিস্থিতির। গত একদিনেও সুস্থতার প্রায় দ্বিগুন করোনা রোগী শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আগের দিনের তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ছাড়িয়ে গেছে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বাংলাদেশ সময় সোমবার দুপুরে বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৩২ হাজার ৩০৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৩৫ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থতা লাভ করেছেন আরও ৯ হাজার ২৫১ জন। এতে করে মোট সুস্থতার সংখ্যা ৪০ লাখ ৬০ হাজার ৮৮ জনে পৌঁছেছে। 
 
গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক ব্রাজিলিয়ানের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ