আজকের শিরোনাম :

প্যারিসে ছুরি হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি হামলায় চারজন আহতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত ১৮ বছরের এক ব্যক্তিকে মূল সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। আরও ছয়জনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ছুরি হাতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। ওই এলাকায় রম্য মাগ্যাজিন শার্লি অবদোর কার্যালয় ছিলো। এর আগে, ২০১৫ সালের জানুয়ারিতে ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে ম্যাগাজিনটির অফিসে হামলা চালায় জঙ্গিরা। এতে কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ