আজকের শিরোনাম :

বিশ্বে ২ কোটি ৩৭ লাখ মানুষের করোনা জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তবে এর মধ্যেও আশা জাগিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটির সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠেছেন ২ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৬৩৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৪২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৪৫৭ জনের।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। অতঃপর, সেখান থেকে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে।

চীন থেকে ভাইরাসটি ছড়ালেও এতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশসমূহ।

বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৭ লাখ ৬২৫ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫১২ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫১৩ জন।

এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার ৩৯০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

 

এবিএন/ইমরান/জসিম/এসই   

এই বিভাগের আরো সংবাদ