আজকের শিরোনাম :

নতুন আরেকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে: কেলি ক্রাফট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১

কেলি ক্রাফট
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট জানিয়েছেন, আগামী দুই-একদিনের মধ্যে আরেকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করবে। বুধবার আল আরাবিয়াকে এ তথ্য জানিয়েছেন তিনি।

কেলি বলেন, আমরা আরো অনেক দেশকে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে আনতে চাচ্ছি। আগামী দুই বা একদিনের মধ্যে আরো একটি দেশ শান্তিচুক্তির ঘোষণা দেবে। তবে ওই দেশের নাম উল্লেখ করেননি তিনি।

কেলি আরো বলেন, অবশ্যই আমরা চাই যে সৌদি আরব এই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করুক। তবে আপাতত আমরা চুক্তির দিকে মনোযোগ দিতে চাই। ইরান যাতে বাহরাই, আমিরাত বা ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে না পারে সেটি নিশ্চিত করতে চাই আমরা।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরো চার-পাঁচটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। তবে ওই তালিকায় সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।

এবিএন/ইমরান/জসিম/এসই  

এই বিভাগের আরো সংবাদ