আজকের শিরোনাম :

রোহিঙ্গাদের NRC নিয়ে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিলেন রাজনাথ সিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০০:৩৯ | আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০০:৫৪

ঢাকা, ০৩ আগস্ট, এবিনিউজ : নাগরিক পঞ্জী বা NRC নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্র ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিল।কেন্দ্রের হিসেব মতো এ দেশে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে থাকছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় জানান, কোন রাজ্যে কতজন রোহিঙ্গা আছেন, রাজ্যগুলির কাছে সেই তথ্য চাওয়া হয়েছে। তা পাওয়া গেলে বিদেশমন্ত্রীর সাহায্য নিয়ে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, ভারত রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেয়নি। তবু তাঁরা নানা উপায়ে আধার আর ভোটার কার্ড জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ। তাই তাঁদের গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে।

এ দিকে আজও সংসদে তৃণমূলের নেতৃত্বে এনআরসি বিরোধী বিক্ষোভ দেখানো হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ