আজকের শিরোনাম :

মহিলা পাইলট চালাবেন ভারতের রাফাল যুদ্ধবিমান

  হিন্দুস্তান টাইমস

২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ | অনলাইন সংস্করণ

ফের ইতিহাস গড়তে চলেছে ভারতীয় বিমান বাহিনী। সদ্য ক্রয় করা রাফাল যুদ্ধবিমান চালাবেন মহিলা পাইলট বলেই সরকারি সূত্রে জানা গেছে। 

বর্তমানে এই পাইলট মিগ-২১ ফাইটার প্লেন চালান। আম্বালায় স্থিত গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রেনে যুক্ত হবেন তিনি। এই গোল্ডেন অ্যারোজ চালায় সদ্য ফ্রান্স থেকে আসা রাফাল জেট। 

সূত্রের খবর, কড়া নির্বাচনী প্রক্রিয়ার পর রাফাল জেট চালানোর সুযোগ পেয়েছেন এই মহিলা পাইলট। আপাতত ট্রেনিং নিচ্ছেন তিনি। 

২০১৮ সালে প্রথম যুদ্ধবিমান চালিয়ে ইতিহাস গড়ে ছিলেন অবনী চতুর্বেদী। তিনি চালিয়েছেন মিগ-২১ বাইসন। জুলাই ২০১৬ সালে তিন মহিলা সদস্যকে ফ্লাইং অফিসার হিসাবে নিয়োগ করা হয়। তাদের মধ্যে ছিলেন অবনী। বর্তমানে ১০ জন মহিলা যুদ্ধ পাইলট ও ১৮জন নেভিগেটার আছে ভারতীয় বিমান বাহিনীর কাছে। 

১০ সেপ্টেম্বর গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত হয় পাঁচটি রাফাল। ধাপে ধাপে আরও রাফাল আসছে। ২৩ বছর বাদে বিদেশ থেকে যুদ্ধবিমান কিনেছে ভারত। ৩৬টি রাফাল কেনা হয়েছে ৫৯ হাজার কোটি টাকা খরচে। এবার এই উন্নত যুদ্ধবিমান চালাবে ভারতীয় বায়ুসেনার এক বীরাঙ্গনা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ