আজকের শিরোনাম :

রাজনৈতিক সংস্কারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ২০ হাজার মানুষ।

শনিবার (১৯ সেপ্টেম্বের) ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ে তোলেন আন্দোলনকারীরা। তবে বিক্ষোভে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

গ্র্যান্ড প্যালেসের কাছে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। শনিবার সারারাত গ্র্যান্ড প্যালেসের সামনেই থাকবেন তারা। রবিবার সকালে পায়ে হেটে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার কার্যালয়ের সামনে যাবেন বিক্ষোভকারীরা।

গত জুলাই থেকেই থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে শনিবারের বিক্ষোভ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বলে জানিয়েছে থাই গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৬শ পুলিশ।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ