আজকের শিরোনাম :

গোরু পূজারীদের জয়, শ্রীলংকায় গোহত্যা নিষিদ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯

বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলনের ফলে গোহত্যা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়। চলতি সপ্তাহে দলের সংসদীয় কমিটির বৈঠকের সময় সাংসদদের সামনে এই সংক্রান্ত একটি প্রস্তাব রাখেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শাসকদল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার সংসদীয় দলের বৈঠকে দেশজুড়ে গোহত্যা বন্ধ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বলেন, দেশের বেশিরভাগ নাগরিকই গোহত্যার বিরোধী। তাকে ভগবান হিসেবে পুজোও করেন অনেকে। তাই এটা নিষিদ্ধ করা উচিত। সঙ্গে সঙ্গে তার এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে অবিলম্বে এই বিষয়ে আইন প্রণয়ন করার পক্ষে সওয়াল করেন সেখানে উপস্থিত সাংসদরা।

এপ্রসঙ্গে শ্রীলঙ্কান মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকবেলা জানান, প্রধানমন্ত্রী দেশজুড়ে গোহত্যা বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। তাকে সমর্থন জানিয়েছেন সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত সাংসদরা। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে আইন প্রণয়ন করা হবে। সরকার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলে আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য গরুর মাংস বিদেশ থেকে আমদানি করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলংকায় গোহত্যা ইস্যুতে ২০১৩ সালের ২৬ জুন সিংহল রাভায়া সংগঠনের বৌদ্ধ ভিক্ষুরা কলম্বোতে প্রবল বিক্ষোভও দেখিয়ে ছিলেন। গোহত্যা বন্ধের দাবিতে এক বৌদ্ধ ভিক্ষু নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যাও করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ